রবিবার, ২২ মার্চ, ২০১৫

আল্লামা দেলোয়ার হোছাইন সাইদী একজন আল্লাহর অলি

আল্লামা দেলোয়ার হোছাইন সাইদী একজন আল্লাহর অলি ...এই কথা সত্য ও প্রমাণিত.
কারন কোন আল্লাওয়ালা ব্যক্তিকে অলি বলতে গেলে কিছু প্রমাণ লাগে তা ছাড়া অলি বলা যায় না.
প্রমান ----
1.কোন ব্যক্তি কে অলি বলতে গেলে দেখতে হবে সে বিছমিল্লাহ শব্দের. বা থেকে শুরু করে মিম প্রর্যন্ত বিস্তারিত তরজমা করতে পারে কি না.

2.শরিয়তের কোন কিছু উথ্যাপন করলে তাতখনিক বাভে তাহার বিস্তারিত ব্যখ্যা দিতে পারে কি না.

3.ব্যক্তির শরিলে ছুন্নাতের কোন অবাব আছে কি না.

উপরে উল্লেখ বিষয় গুলো যায় মধ্যে পাওয়া যাবে তাহাকে আল্লাহর অলি বলা যাবে..

আল্লামা সাইদীর এই গুণ গুলো আছে.
আল্লামা সাইদী বিছমিল্লাহ শব্দের উপর বিত্ত করে অনেক জায়গায় তাফসীর আনতো  তিন দিন তাফসীর করার পর বলতো.
আমি বিছমিল্লাহ শব্দের বা বর্নের অর্থ. ও শেষ. করতে
পারিনি
আমার সারা জীবন যদি বিছমিল্লাহর তরজমা করি তাহলেও শেষ করতে  পারবো না.

তাহলে বুজা গেল আল্লামা সাইদী বিছমিল্লাহর পুর্ন তরজমা ও তাফসীর করতে পারে.
এতে কোন. সন্দেহ নেই.

আল্লামা সাইদীর আলোচনা শুনেনি এমন ব্যক্তি নাই বল্লে চলে. তিনি আলোচনা করলে এমন কোন মানুষ নেই যে সহজে বুজতে পারতনা.
তাহার নিকট শরিয়তের কোন বিষয়.
যেমন.
নামাজ. রোজা. হজ্জ. যাকাত.
কোরআন. হাদীস. ইজমা.কিয়াছ.  যাই কিছুর প্রশ্ন জিজ্ঞেস করা হয় না কেন
তাতখনিক বাভে বিস্তারিত বুজিয়ে দিতে  পারে.
এবং তাহার মত তাফসীর করার মত
আর আছে কিনা  আমার জানা নাই.
তিনি একটি মাছলা নিয়ে হাজার হাজার ঘন্টা
আলোচনা করেছেন.
তার পর বলেন শেষ হয়নি আরো আছে.

আমাকে যদি যাকাত সমন্দে বলতে বলা হয় দশ কি বিশ মিনিট বল্লে আমার মুখ থেকে আর কথা বাহির হবে না...
কিন্তুু------
আল্লামা সাইদী যাকাত বিষয় তিনদিন তাফসীর করার পর ও বলতেন. আরও আছে  শেষ. হয় নি.
আল্লাহ যদি তৌফিক দান করে পরবর্তীতে আবার বলবো ইনশাল্লাহ ..


আর আল্লামা দেলোয়ার হোছাইন সাইদীর. শরিলে ছুন্নাতের কোন. অবাভ নেই. সারা শরিরটা ছুন্নাতে পরিপূর্ণ.আর এইটা সবার চুখের সামনেই দেখতে পায়.

অথএব......
আল্লাহর অলি হতে গেলে যা কিছু  আমল আকিদার
প্রয়োজন সবকটাই আল্লামা সাইদীর. আছে
অথএব সে একজন আল্লাহর অলি..

কোন মন্তব্য নেই:

এলিয়েন কি সত্যি আছে?

এলিয়েন আছে সচ্ছ প্রমান(আল কোরআনের আলোকে) এলিয়েন বা অন্য গ্রহের প্রানী আজ আল কোরআন ও হাদীস দিয়ে প্রমান   .করবো যে এলিয়েন বা অন্য গ্রহে প্রাণ ...