শুক্রবার, ২০ মে, ২০১৬

জীবন ঘরী✔✔✔✔


(কবিতা)
জীবন ঘড়ি
)))))))((((((((
ওহে আমার জীবন ঘড়ি
তোরেতু রাখতে পারবো না দরি.
তুই চলিছতু নিজের মত করি
তর উপর চলেনা কারো সরদারী.
তুই চলিছ একলা একলা
নিজেরি মত করি.
তুই বুজিসনা কাহারো তরিগরি
তরি নিয়মে ক্লান্ত এই জীবন তরী.
শিশুকাল থেকে হলাম কৈশরী
করিলাম কিছুকাল লেখাপড়ি.
হলাম আমি যৌবনদারী
কর্ম জীবন দরলাম পারি.
কর্মপুরে জীবন দারী
কপালে জুটলো বিয়ের পিড়ি.
সংশার হল সর্নপুরী
দিতে হবে জীবন পারি.
তরি সাথে হাত মিলালে পরি
পরিসেশে হতে হল সংশারী.
হতে হল সন্তান দারি
নিতে হবে মানুষ করি.
কতইনা ছলছাতুরি
করছে মোরে জীবন ঘড়ি.
নাতিপতির হাতটি দরি
পরলাম গিয়ে বৃদ্বাপুরী.
দিয়ে আসিয়া জীবন পারি
আর চলেনা কারিগরী.
এখন চিন্তা একটাই করি
গুনবো কবে শেষ প্রহরী.
ও আমার  সৃস্টিকারী
তোমারি করুনা আসা করি.
যে দিন হবে শেষ প্রহরী
তোমারি খমা আসা করি.
এমনি এমনি করে একদিন
শেষ হবে মোর জীবন ঘড়ি.
[[মোঃআহছান মীর জেহাদী

কোন মন্তব্য নেই:

এলিয়েন কি সত্যি আছে?

এলিয়েন আছে সচ্ছ প্রমান(আল কোরআনের আলোকে) এলিয়েন বা অন্য গ্রহের প্রানী আজ আল কোরআন ও হাদীস দিয়ে প্রমান   .করবো যে এলিয়েন বা অন্য গ্রহে প্রাণ ...